কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৭তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৭তম সভা অনুষ্ঠিত
প্রকাশিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি'র পরিচালনা পর্ষদের ৬৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট, ২০২৫) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি'র চেয়ারম্যান জনাব বাহারুল আলম বিপিএম।

সভায় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি বিষয়ক ইস্যু ও কয়েকটি বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব এস এম সাজ্জাত আলী, এনডিসি; র‍্যাবের মহাপরিচালক জনাব এ কে এম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি; স্পেশাল ব্রাঞ্চের অ্যাডিশনাল আইজি জনাব মো. গোলাম রসুল; পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অ্যাডমিন) জনাব কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা); হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি জনাব মুনতাসিরুল ইসলাম, পিপিএম; বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অ্যাডিশনাল ডিআইজি জনাব আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা); বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ইন্সপেক্টর জনাব কামরুল হাসান তালুকদার; ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত এবং কোম্পানি সচিব জনাব সাইফুল আলম এফসিএস।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের আর্থিক প্রবৃদ্ধি ও সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com