অ্যামচ্যামের আয়োজনে পল ফ্রস্টকে আনুষ্ঠানিক স্বাগত, বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার ওপর জোর

অ্যামচ্যামের আয়োজনে পল ফ্রস্টকে আনুষ্ঠানিক স্বাগত, বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার ওপর জোর
প্রকাশিত

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকার শেরাটন হোটেলে একটি বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের নবনিযুক্ত বাণিজ্য কাউন্সেলর জনাব পল ফ্রস্ট-কে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যামচ্যাম প্রেসিডেন্ট জনাব সৈয়দ এরশাদ আহমেদ। উপস্থিত ছিলেন অ্যামচ্যামের নির্বাহী কমিটির সদস্য, সদস্য প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী, বিভিন্ন মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, কূটনীতিক, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ এবং গণমাধ্যমকর্মীরা।

উদ্বোধনী বক্তব্যে অ্যামচ্যাম প্রেসিডেন্ট বলেন, “বাংলাদেশ আজ যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও বিনিয়োগ গন্তব্যে পরিণত হয়েছে। মার্কিন বিনিয়োগ শুধু মূলধন নয়, প্রযুক্তি, জ্ঞান এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যবসায়িক অনুশীলন নিয়ে আসে, যা দেশের অর্থনীতি ও জনগণকে উপকৃত করে।” তিনি আরও বলেন, শুল্ক প্রক্রিয়া সহজীকরণ, নন-ট্যারিফ বাধা অপসারণ, মেধাস্বত্ব সুরক্ষা ও শ্রমমান উন্নয়নের মাধ্যমে আরও মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য অগ্রাধিকারের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে জনাব পল ফ্রস্ট বলেন, “বাংলাদেশে মার্কিন রপ্তানি বৃদ্ধির বিশাল সুযোগ রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, অবকাঠামো, প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্যসেবা আমাদের অগ্রাধিকার খাত।” তিনি জানান, এসব খাতে মার্কিন কোম্পানিগুলোর সহযোগিতা নিশ্চিত করতে দূতাবাস অ্যামচ্যাম ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যামচ্যামের কোষাধ্যক্ষ জনাব আল-মামুন এম. রাসেল। এই আয়োজনে সহযোগিতা করে কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড, এক্সেলেরেট এনার্জি, এইচএসবিসি, ডিএফএস গ্লোবাল এবং ভিসা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com