পুনাকের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

পুনাকের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর পক্ষ থেকে এ বছর ৩১ জন মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে। এরা সবাই পুলিশ পরিবারের সন্তান। তাঁদের এ অসাধারণ সাফল্যে পুনাক পরিবার গভীর গর্ব ও আনন্দ অনুভব করছে।

শিক্ষার্থীদের নিষ্ঠা, অধ্যবসায় ও একাগ্র প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। পাশাপাশি তাঁদের অভিভাবক ও শিক্ষকদের প্রতি জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা, কারণ তাঁদের দিকনির্দেশনা ও অবিরাম সহায়তা ছাড়া এ সাফল্য অর্জন করা যেত না।

গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর রমনায় পুনাক কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী আফরোজা হেলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের আরও উদ্যমী হতে হবে এবং আগামী দিনের পথচলা আরও সুগম করতে হবে। আজকের এ সাফল্য কেবল শুরু, সামনে তোমাদের জন্য রয়েছে আরও বড় সুযোগ ও সম্ভাবনা।”

এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুনাক সহসভানেত্রী আইরিন রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর। তাঁরা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে তাঁদের স্বপ্নপূরণের যাত্রায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ কল্যাণ সম্পাদিকা শামীম আক্তার শারফুদ্দিন (শম্পা)।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ সংবর্ধনা প্রাপ্তির এ আনন্দঘন মুহূর্তে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

পুনাক পরিবারের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের আগামীর পথচলা আলোকিত, গৌরবময় ও সফল হোক-এ শুভ কামনা জানানো হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com