৫০ প্রতীকের তালিকা থেকে প্রতীক বেছে নিতে এনসিপিকে সময় বেঁধে দিল ইসি

৫০ প্রতীকের তালিকা থেকে প্রতীক বেছে নিতে এনসিপিকে সময় বেঁধে দিল ইসি
প্রকাশিত

শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৫০টি বিকল্প প্রতীক থেকে একটি বেছে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ১৯ অক্টোবরের মধ্যে প্রতীক না বাছাই করলে কমিশন নিজ উদ্যোগে এনসিপির প্রতীক নির্ধারণ করবে বলে জানিয়েছে ইসি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ‘জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। ১৯ অক্টোবরের মধ্যে তারা বিকল্প প্রতীক বেছে না নিলে কমিশন নিজেই প্রতীক নির্ধারণ করবে।’ তিনি আরও বলেন, ‘কমিশন মনে করে শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই।’

ইসি এনসিপিকে যে ৫০টি বিকল্প প্রতীক দিয়েছে, তার মধ্যে রয়েছে—আলমারি, খাট, ঘুড়ি, কাপ-পিরিচ, বেগুন, টেলিফোন, ফ্রিজ, তরমুজ, কলম, চিংড়ি, লাউ, থালা, বালতি, ফুটবল, ফুলের টব, দোলনা, মোরগ, হেলিকপ্টার, মোবাইল ফোন, সেলাই মেশিনসহ নানা প্রতীক।

এদিকে শাপলা প্রতীক না পেলে বিকল্প নিবন্ধন নেবে না বলে আগেই ঘোষণা দিয়েছে এনসিপি। দলটির নেতারা বলেছেন, শাপলা প্রতীক না পেলে তারা রাজনৈতিকভাবে বিষয়টি মোকাবিলা করবেন। এ নিয়ে শাপলা প্রতীক ঘিরে দলটির প্রচারণা অব্যাহত রয়েছে।

ইসির প্রতীক তালিকার কিছু প্রতীক সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনারও জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের জন্য এমন প্রতীক তালিকা অনুপযুক্ত ও হাস্যকর।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com