এনইআইআর নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, সার্ভার-আইপি সম্পূর্ণ নিরাপদ: বিটিআরসি

এনইআইআর নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, সার্ভার-আইপি সম্পূর্ণ নিরাপদ: বিটিআরসি
প্রকাশিত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) সিস্টেমের সার্ভার ও ব্যবহৃত আইপি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মোবাইল হ্যান্ডসেটের অবৈধ আমদানি-চুরি প্রতিরোধ, অবৈধ হ্যান্ডসেট ব্যবহার করে সংঘটিত বিভিন্ন অপরাধ দমন এবং সরকারের রাজস্ব নিশ্চিত করতে বিটিআরসি গত ১ জানুয়ারি এনইআইআর সিস্টেম চালু করেছে। তবে এটি চালুর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিস্টেমটির সার্ভারের অবস্থান এবং ব্যবহৃত আইপি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এনইআইআর সিস্টেমের সব ডাটা দেশের অভ্যন্তরের একটি নিরাপদ স্থানে হোস্ট করা রয়েছে। গ্রাহকের তথ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিটিআরসির নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করে এবং সরকারের ডাটা প্রোটেকশন আইনের সব বিধান অনুসরণ করে সিস্টেমটি প্রস্তুত করা হয়েছে।

এছাড়া সিস্টেমটিতে ব্যবহৃত আইপি বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ করা হয়েছে। ফলে বিশ্বের অন্য কোনো দেশে এনইআইআর সিস্টেমের ডাটা বা ট্রাফিক যাওয়ার কোনো সুযোগ নেই।

একইসঙ্গে এনইআইআর সিস্টেম পরিচালনার জন্য সব রিকুয়েস্ট বাংলাদেশের অভ্যন্তরেই প্রক্রিয়াকরণ করা হচ্ছে। এছাড়া আইপি রুটের বিস্তারিত পর্যালোচনার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

তাই এনইআইআর সিস্টেম নিয়ে কোনো ধরনের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্যও সবাইকে অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

প্রসঙ্গত, দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট ব্যবহারে কার্যকর লাগাম টানতে সরকারের পূর্বঘোষণা অনুযায়ী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর যুক্ত হয়েছে জাতীয় ডাটাবেইজে। তবে বিষয়টি নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন আনঅফিশিয়াল ফোনের ব্যবসায়ীরা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com