নিবন্ধন পাচ্ছে জনতার দল ও আমজনতার দল

নিবন্ধন পাচ্ছে জনতার দল ও আমজনতার দল
প্রকাশিত

নতুন দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে জনতার দল ও আমজনতার দল। পুনরায় তদন্তের পর এই দুইটি দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে এক কর্মশালায় এই তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, কয়েকটি দলের কার্যক্রম পুনরায় তদন্ত করা হয়েছে। তদন্তে আমজনতার দল ও জনতার দলের জেলা এবং উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্বের খোঁজ পাওয়া গেছে। দল দুটি নিবন্ধনের শর্তপূরণ করায় নিবন্ধন দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

তিনি আরও বলেন, এই দল দুইটির বিষয়ে আপত্তি রয়েছে কি না তা জানতে আগামীকাল শুক্রবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে। আগামী ৯ ডিসেম্বর সময় দিয়ে দল দুটির বিষয়ে আপত্তি জানানো যাবে।

প্রসঙ্গত, নিবন্ধন না পাওয়ায় আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান নির্বাচন ভবনের সামনে আমরণ অনশন শুরু করেছিলেন। বিএনপিসহ কয়েকটি দল তার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। একপর্যায়ে তাকে আপিল করার পরামর্শ দেয় নির্বাচন কমিশন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com