
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে প্রায় ১৩ লাখ শিশুকে টাইফয়েডের টিকা দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশান নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।
তিনি বলেন, টাইফয়েড প্রতিরোধে আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এ টিকাদান কর্মসূচি। এছাড়া সেপ্টেম্বর থেকে অক্টোবরে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তাই ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। সঠিক তথ্যের জন্য প্রতিটি হাসপাতালে তথ্য নিতে ডেঙ্গু রোগীর কাছে ডিএনসিসি লোক পাঠাবে বলেও জানানো হয়।