

সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষায় ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, দুই দিন সাপ্তাহিক ছুটি ও সব কালাকানুন বাতিলসহ ৩৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সংগঠনের মহাসচিব কাদের গনি চৌধুরী এসব দাবি উপস্থাপন করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজসহ বিভিন্ন সাংবাদিক নেতা বক্তব্য দেন।
বিএফইউজের দাবিগুলোর মধ্যে রয়েছে— নবম ওয়েজ বোর্ড অবিলম্বে বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাপ্তাহিক দুই দিনের ছুটি, সাংবাদিক হত্যা ও হয়রানি বন্ধ, পৃথক শ্রম আদালত স্থাপন, সমন্বিত জাতীয় গণমাধ্যম নীতিমালা প্রণয়ন, এবং প্রিন্ট, টিভি, অনলাইনসহ সব মাধ্যমে অভিন্ন ওয়েজ বোর্ড বাস্তবায়ন।
এ ছাড়া মফস্বল সাংবাদিকদের সম্মানজনক বেতন নিশ্চিত করা, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, পেশাগত ঝুঁকিতে বীমা ও চিকিৎসা সুবিধা দেওয়া, নারী সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি, সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আইনি কাঠামো গঠন, ও সরকারি-বেসরকারি প্রভাবমুক্ত গণমাধ্যম নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, সাংবাদিকরা প্রতিনিয়ত রাষ্ট্রযন্ত্র ও প্রভাবশালী গোষ্ঠীর চাপে পেশাগত দায়িত্ব পালনে বাধার মুখে পড়ছেন। ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও আইনি সুরক্ষা না থাকায় সাংবাদিকদের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে।
বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, ‘আমরা এমন একটি গণমাধ্যম চাই যেখানে সাংবাদিকরা কোনো চাপ ছাড়াই সত্য প্রকাশ করতে পারবেন। অনুসন্ধানী সাংবাদিকতাই হবে দায়িত্ববোধের প্রতীক।’
এর আগে একই দাবিতে শুক্রবার সারাদেশে সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশ করেন।