মর্যাদা ও সমৃদ্ধির অর্থনীতি গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মর্যাদা ও সমৃদ্ধির অর্থনীতি গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
প্রকাশিত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বনেতাদের প্রতি মর্যাদা ও সমৃদ্ধির অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সময় বুধবার (২৪শে সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক অর্থনীতি গড়ার লক্ষ্যে আয়োজিত প্রথম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বিশ্বব্যাপী দারিদ্র্য ও বৈষম্য মোকাবিলায় তিনি পাঁচটি অগ্রাধিকার প্রস্তাব তুলে ধরেন।

দিনব্যাপী ব্যস্ত কর্মসূচির অংশ হিসেবে ড. ইউনূস বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেন। নিউইয়র্কের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়।

এছাড়াও, প্রধান উপদেষ্টা 'প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর: বাংলাদেশের কুপ্রিন্ট' শীর্ষক একটি উচ্চ-স্তরের সেশনে এবং এশিয়া সোসাইটি আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন। এদিন ক্লাব ডি মাদ্রিদের সভাপতি ও স্লোভেনিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ড্যানিলো তুর্ক ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাকে তার সংগঠনের সদস্য হওয়ার আহ্বান জানান। পরে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

এর আগে সকালে, প্রধান উপদেষ্টা নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com