জাতীয় নির্বাচন এবং গণভোট ইস্যুতে দ্রুতই সিদ্ধান্ত জানাবে সরকার: উপদেষ্টা রিজওয়ানা

জাতীয় নির্বাচন এবং গণভোট ইস্যুতে দ্রুতই সিদ্ধান্ত জানাবে সরকার: উপদেষ্টা রিজওয়ানা

প্রকাশিত

জাতীয় নির্বাচন এবং গণভোটের বিষয়ে সরকারের সবাই একসাথে বসে সিদ্ধান্ত নেবে, দ্রুতই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। 

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো যে জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলোর একমত নেই; সেগুলোতে নিজেরাই যেন একটা একমতে এসে সরকারকে জানায়। রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত সে প্রক্রিয়ায় যায়নি বলে জেনেছি। আমরা বলেছিলাম, রাজনৈতিক দলগুলো যদি নিজেরা বসে সমাধান করতে পারে সেটা সবচেয়ে ভালো; আর তারা যদি নিজেরা সমাধান করতে না পারে তাহলে সরকার অবস্থান নেবে। এখন যেহেতু ৭ দিন পার হয়ে গেছে, সরকার বসবে এবং সরকার নিজেদের মধ্যে আলোচনা করে যেটা ভালো মনে হয় সেই সিদ্ধান্ত জানাবে। সরকার একটি সম্ভাব্য সমাধান মাথায় রেখে আমাদের সবার সাথে কথা বলে সিদ্ধান্তে উপনীত হবে, সেটি দ্রুতই জানিয়ে দেয়া হবে। সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার কোনো বিষয় নেই।

উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো যেহেতু ৭দিনের মধ্যে বসেনি, সেহেতু সরকার একটি সিদ্ধান্ত নেবে। কেউ বলেনি, সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। সরকারের দায়িত্ব আছে, সিদ্ধান্ত নিয়ে তাকে একটা অচলাবস্থা কাটিয়ে আনতে হবে। সিদ্ধান্ত জানতে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। জাতীয় নির্বাচন এবং গণভোট বিষয়ে সরকারের সবাই একসাথে বসে সিদ্ধান্ত নেবে, দ্রুতই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। 

সরকারের দরজা সবার জন্য খোলা ছিলো, এখনও আছে জানিয়ে তিনি বলেন, সরকার উদ্যোগ নিয়ে আবার সবাইকে আলোচনায় ডাকবে এখন পর্যন্ত এমন কোনো কথা শুনিনি। সিদ্ধান্ত নিতে সরকারের সবাই যখন বসবে তখন যদি আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সিদ্ধান্ত হয়, সেটি জানানো হবে। আমার ধারণা, এবার সরকার নিজে বিষয়গুলোতে তার অবস্থান স্পষ্ট করবে। সরকারের সিদ্ধান্তের আগে কোনো 'যদি' 'কিন্তু' এর কথা আনতে যাবো না। কেউ বলেনি, সরকারের সিদ্ধান্ত মানবে না। সরকার কারো পক্ষে দায়িত্ব পালন করে না। জনপ্রত্যাশা এবং রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায়  নিয়ে যেটা সরকার ভালো মনে করবে, সে সিদ্ধান্ত নেবে।

তিনি জানান, নির্বাচন ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে, এখানে নানাভাবে পানি ঘোলা করার চেষ্টা হচ্ছিলো। এখন দেশের মানুষের কাছে স্পষ্ট অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে। নির্বাচন ঘিরে কিছু ন্যস্ত স্বার্থ রয়েই গেছে, এটাকে পতিত সরকার বা অশুভ শক্তি যাই বলা হোক না কেন। যখনই অস্থিরতা সৃষ্টি হবে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটাকে নিয়ন্ত্রণ করার। প্রথমত চেষ্টা থাকবে, কেউ যেন অস্থিরতা সৃষ্টি করতে না পারে। তারপরেও অস্থিরতা সৃষ্টি হলে তা মোকাবেলার ব্যবস্থায় যেতে হবে। 

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে না বা এক্ষেত্রে সরকারের গাফিলতি আছে এমন কেউ বলছে না। কেউ যদি সুস্পষ্ট অভিযোগ দেখাতে পারে তবে সরকার ব্যবস্থা নেবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ইসিকে সব ধরনের সহযোগিতা করা হবে। আশা করি, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়া যাবে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com