অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ: সানাউল্লাহ

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ: সানাউল্লাহ
প্রকাশিত

নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে কাজ চলছে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

রোববার (৩১ আগস্ট) দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ন্যাশনাল কনসালটেশন অন ইনক্লুশান অব পারসনস উইথ ডিজ্যাবিলিটিস ইন ইলেকটোরাল প্রসেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ নির্বাচন কমিশনার বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী ভোটারদের ভোটদানের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতের উদ্যাগ নেয়া হচ্ছে। এছাড়া এবারের নির্বাচনে প্রবাসী ও জেলাখানার বন্দিরা ভোট দিতে পারবেন।

মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিগত দিনে মানুষ নির্বাচনই ভুলে গিয়েছিল। সেই পরিবেশও ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন।

অনুষ্ঠানে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে সব ধরনের সহায়তা করা হবে। তাদের নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে সাংবিধানিক কোনো বাঁধা নেই।

এদিকে ‎বিকেলে প্রকাশ হবে সম্পূরক ভোটারের চূড়ান্ত তালিকা। খসড়া তালিকা থেকে ভোটার বাড়ছে এক লাখের কিছু বেশি। বিকেল ৩টার পর সচিব ব্রিফ করবেন ভোটার তালিকা নিয়ে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com