পুলিশের জন্য মারণাস্ত্র কেনার উদ্দেশ্য-প্রক্রিয়া অনুসন্ধানে কমিটি হচ্ছে: প্রেস সচিব

পুলিশের জন্য মারণাস্ত্র কেনার উদ্দেশ্য-প্রক্রিয়া অনুসন্ধানে কমিটি হচ্ছে: প্রেস সচিব
প্রকাশিত

পুলিশের জন্য স্বৈরাচার সরকারের মারণাস্ত্র ক্রয়ের উদ্দেশ্য ও প্রক্রিয়া অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ৩৮তম ক্যাবিনেট মিটিং প্রসঙ্গে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি ১০টি কমিশনের বাস্তবায়নযোগ্য আরও ২৪৬টি নতুন সুপারিশ যুক্ত হয়েছে। মোট ৩৬৭টি সুপারিশের মধ্যে বাস্তবায়ন হয়েছে ৩৭টি। এছাড়া ১৪টি আংশিক বাস্তবায়ন করা হয়েছে। বাকি ৩১৬টি বাস্তবায়ন যোগ্য সুপারিশ প্রক্রিয়াধীন।’

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৪ এর জুলাই-আগস্টে ব্যবহৃত পুলিশের অস্ত্রের মধ্যে বেশিরভাগই ছিল মারণাস্ত্র। এ বিষয়ে প্রেস সচিব জানান, ২০২২/২৩ সাল থেকে কি উদ্দেশ্যে এবং কোন প্রক্রিয়ায় এতো বেশি মারণাস্ত্র কেনা হয়েছিল, তা তদন্তে কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। এছাড়া ইসরায়েল থেকে কেনা আড়িপাতা যন্ত্র ক্রয়ের ব্যাপারেও এরইমধ্যে কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরকে সফল ও ফলপ্রসূ বলেও দাবি করে শফিকুল আলম জানান, স্থানীয়দের মতো বাংলাদেশের শ্রমিকরা সমান সামাজিক সুবিধা পাবে।

হালাল ইকোসিস্টেমের তিন ট্রিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে দেশে হালাল ইকোনোমিক জোন তৈরিতে মালয়েশিয়ার কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com