

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সরকার কাজ করছে। অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো নির্বাচন হবে। নির্বাচনে রেকর্ড টার্ন আউট হবে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা জানান শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এক দিন আগে বা একদিন পরেও না।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে যত দ্রুত সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধার করার তাগিদ দিয়েছেন বলেও জানিয়েছেন শফিকুল আলম।