প্রধান উপদেষ্টাকে যে আহ্বান জানালেন সেনাপ্রধান

প্রধান উপদেষ্টাকে যে আহ্বান জানালেন সেনাপ্রধান
প্রকাশিত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে প্রেস উইং জানায়, সাক্ষাৎকালে, প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য তিনি সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে আগামী মাসগুলোতে একটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত কমান্ড কাঠামো এবং সকল বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় সহ এই ভূমিকাকে আরও সুগম করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি বলেন, আমি জাতির কাছে একটি দৃঢ় অঙ্গীকার করেছি যে এমন একটি নির্বাচন অনুষ্ঠান করব যা ভোটার উপস্থিতি, নতুন এবং মহিলা ভোটারদের অংশগ্রহণ, নিরাপত্তা ও সুরক্ষার প্রতি বিশ্বব্যাপী আস্থা এবং গণতন্ত্র ও আইনের শাসনের উদযাপনের পরিবেশের দিক থেকে স্বতন্ত্র হবে।

জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি প্রধান উপদেষ্টাকে চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, সরকারের সকল উদ্যোগ এবং কর্মসূচি সফল করতে সমগ্র সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com