দ্রুতই চূড়ান্ত জুলাই সনদ প্রকাশের আশাবাদ জানালেন আলী রীয়াজ

দ্রুতই চূড়ান্ত জুলাই সনদ প্রকাশের আশাবাদ জানালেন আলী রীয়াজ
প্রকাশিত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানিয়েছেন, চলমান প্রক্রিয়ার অগ্রগতির ভিত্তিতে খুব শিগগিরই চূড়ান্ত ‘জুলাই সনদ’ প্রকাশ করা সম্ভব হবে।

শুক্রবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আলী রীয়াজ বলেন, ২৮ জুলাই ঘোষণাপত্রের একটি খসড়া ইতোমধ্যে দলগুলোর কাছে পাঠানো হয়েছে এবং তাদের মতামত গ্রহণ করা হয়েছে। এখন পূর্ণাঙ্গ খসড়া তৈরি করা হচ্ছে, যা কয়েক দিনের মধ্যেই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে।

তিনি আরও জানান, আগামী সপ্তাহে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন। সেখানে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাস্তবায়ন সংক্রান্ত আলোচনার পরই চূড়ান্ত সনদ ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে ৫ আগস্ট, ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com