পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক রোববার

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক রোববার
প্রকাশিত

সফরের দ্বিতীয় দিনে আগামী রোববার (২৪ আগস্ট) সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে একান্তে এবং প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে।

সইয়ের জন্য চূড়ান্ত হওয়া চুক্তির তালিকায় রয়েছে- দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি। চূড়ান্ত হওয়া এমওইউগুলো হচ্ছে, দুই দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সহযোগিতা।

আগামী রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ইসহাক দার।

একটি সূত্র জানিয়েছে, রোববার রাতে ঢাকা ত্যাগ করার আগে বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার সঙ্গে ইসহাক দারের দেখা হওয়ার কথা রয়েছে। ইসহাক দার যেতে পারেন তার বাসায় ফিরোজাতে। যেমনটা গিয়েছিলেন হানা রাব্বানী খান ডিএইট সম্মেলনের দাওয়াত দিতে এসে। তবে বিষ‍য়টি এখোনও ধোয়াশার মধ্যেই রয়েছে, সুনিশ্চিত করে বলেনি কোনো পক্ষই।

আরও একটি সূত্র জানিয়েছে, ঐ বৈঠকের আগে বা পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক হতে পারে সফফরত পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর। এ বিষয়েও কোনও সুনিশ্চিত তথ‍্য মেলেনি প্রতিবেদনটি প্রকাশ হওয়া পর্যন্ত।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com