কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নতুন সচিব রফিকুল ইসলাম

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নতুন সচিব রফিকুল ইসলাম
প্রকাশিত

পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মুহাম্মদ রফিকুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে পদায়ন করা হয়।

আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত থাকা কর্মকর্তাদের মধ্যে বঞ্চিত এই কর্মকর্তাকে গত ৩ ডিসেম্বর সচিব পদে পদোন্নতি দেয় অন্তবর্তীকালীন সরকার। সচিব পদে পদোন্নতি দিয়ে তাকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) হিসেবে পদায়ন দেওয়া হয়। মুহাম্মদ রফিকুল ইসলাম তার আগে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে ডেসকো বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com