নির্বাচনের তফসিল চূড়ান্তে বৈঠকে ইসি

নির্বাচনের তফসিল চূড়ান্তে বৈঠকে ইসি
প্রকাশিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৭ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

এতে অংশ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মূলত, আজকের বৈঠকে তফসিল ঘোষণার সময়সূচিসহ ভোট আয়োজনের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি পোস্টাল ব্যালটের ব্যালট পেপার আনা–নেওয়ার সময়সূচিও চূড়ান্ত করা হবে। নির্বাচন ও গণভোট—উভয় প্রক্রিয়ার প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে নিতে মাঠ প্রশাসনের সঙ্গে যোগাযোগ, সমন্বয় ও মতবিনিময় বিষয়েও আলোচনা হবে।

এ ছাড়া তফসিলের আগের ও পরের প্রয়োজনীয় কার্যক্রম, গণভোট আয়োজনের প্রস্তুতি, মাঠপর্যায়ের অবস্থা, দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনসহ মোট ১০টি আলোচ্যসূচি আজকের বৈঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে, শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ১০ ডিসেম্বর বুধবার রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের সাক্ষাৎ হওয়ার কথা। এরপরই হতে পারে তফসিল ঘোষণা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com