যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম
প্রকাশিত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন তারেক মো. আরিফুল ইসলাম। এর আগে তিনি জেনেভায় বাংলাদেশের জাতিসংঘ অফিসসমূহে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পাওয়ায় পর পদটি কয়েক মাস ধরে খালি ছিল।

আরিফুল ইসলাম ২০২৪ সালের জুন মাসে জেনেভায় জাতিসংঘ অফিসসমূহে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পান, যেখানে তিনি রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানকে উত্তরসূরি হিসেবে স্থলাভিষিক্ত করেন। এর আগে তিনি শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা আরিফুল ইসলাম ১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পুরকৌশলে স্নাতক এবং অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে কূটনীতি ও বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, মানবাধিকার ও অভিবাসন বিষয়ে তার বিশেষ আগ্রহ রয়েছে। কূটনৈতিক জীবনে তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি, কলকাতায় উপ-হাইকমিশনে কর্মরত থাকা ছাড়াও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com