নির্বাচনে যেই বিজয়ী হোক জাতির পাশে দাঁড়াবো : সড়ক ও সেতু উপদেষ্টা

নির্বাচনে যেই বিজয়ী হোক জাতির পাশে দাঁড়াবো : সড়ক ও সেতু উপদেষ্টা
প্রকাশিত

আগামী নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন, জাতির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন সড়ক ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ রোববার দুপুর ১২টায় বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের উপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের একটিই প্রত্যাশা, নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে হয়। আগের মতো কেউ যেন ভোটকেন্দ্র দখল করতে না পারে। এখন নির্বাচনের সব বিষয়ই নির্বাচন কমিশন দেখবে।

সেতুটির অগ্রগতি সম্পর্কে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, বিভিন্ন কোন্দলের কারণে সেতু নির্মাণে বিলম্ব হয়েছে, এতে প্রকল্প ব্যয়ও বেড়েছে। 

তিনি সেতুর দ্রুত ও সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। এই সেতু নির্মাণ হলে এ অঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং শিল্প, কৃষি ও সামাজিক যোগাযোগে গতি আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেন, সেতুটি নির্মিত হলে এ অঞ্চলের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে। সেতু নির্মাণে কোনো ধরনের ‘পুকুর চুরি বা নদী চুরি’ যাতে না হয়, সে বিষয়ে স্থানীয়দের নজরদারি বজায় রাখার আহ্বান জানান তিনি। জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রকল্পের কাজ করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

বাবুগঞ্জের মীরগঞ্জে আড়িয়াল খাঁ নদের উপর প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যরে এ সেতু নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা। আগামী বছরের জানুয়ারিতে সেতুর মূল নির্মাণকাজ শুরু হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন, সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জে বাবুগঞ্জ-মুলাদী-হিজলা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল আড়িয়াল খাঁ নদে সেতু নির্মাণ। বহুল প্রতীক্ষিত এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com