ট্রাফিক সার্জেন্টের উপর হামলা, মোটরসাইকেল চালককে ৫,০০০ টাকা জরিমানা

ট্রাফিক সার্জেন্টের উপর হামলা, মোটরসাইকেল চালককে ৫,০০০ টাকা জরিমানা
প্রকাশিত

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ট্রাফিক সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুনকে ধাক্কা দেওয়া ও মারধরের চেষ্টার অভিযোগে এক মোটরসাইকেল চালককে ৫,০০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ০৫:২০ ঘটিকায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সার্জেন্ট মামুন ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে ঘটনাটি ঘটে।

ট্রাফিক-মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন মিরপুর ১০ নম্বর গোলচত্বরে দায়িত্ব পালনকালে একজন হেলমেটবিহীন মোটরসাইকেল চালককে সিগন্যাল দেন। এ সময় চালক মোটরসাইকেল দিয়ে সার্জেন্টকে ধাক্কা দেন। পরবর্তীতে মোটরসাইকেল থামানোর চেষ্টা করা হলে তিনি রাগান্বিত হয়ে সার্জেন্টের ইউনিফর্ম ধরে মারধরের চেষ্টা করেন এবং মোবাইল ফোন বের করে ভিডিও ধারণের মাধ্যমে জনতার মধ্যে উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টা চালান।

ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা অভিযুক্ত মোটরসাইকেল চালককে আটক করে মোটরসাইকেলসহ তাকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করে। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধ্যাদেশের আওতায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্ত চালককে ৫ হাজার টাকা জরিমানা করে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com