হাদির ওপর হামলা বাংলাদেশের অস্তিত্ব, গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত: প্রধান উপদেষ্টা

হাদির ওপর হামলা বাংলাদেশের অস্তিত্ব, গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত: প্রধান উপদেষ্টা
প্রকাশিত

জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়— এটি বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত, গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেছেন, শরিফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আপনারা তার জন্য দোয়া করুন।

সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে উল্লেখ করে তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই— যারা এই ষড়যন্ত্রে জড়িত, তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।

মুহাম্মদ ইউনূস পরিষ্কারভাবে বলেছেন, পরাজিত শক্তি ফ্যাসিস্ট-টেরোরিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।

সংযম বজায় রাখা এবং অপপ্রচার বা গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

ফ্যাসিস্ট-টেরোরিস্ট, যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার কথাও বললেন তিনি।

এ নিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com