

তফসিল ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশনের দায়িত্ব। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন, সেটা সেভাবেই হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টার ফরিদা আখতার।
সোমবার (২৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সঙ্গে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ে সভা শেষে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘মৎস্য আইন সংশোধনের পরও মেট সাইজ আইন সারা দেশে কোথায় মানছে না। নীতিনির্ধারণী পর্যায়ে সভা করে নিষিদ্ধ জালগুলোকে সত্যি সত্যিই নিষিদ্ধ করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী, রাঙ্গামাটির বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন, মো. রুহুল আমিন, জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।
জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানায়, কাপ্তাই হ্রদে দীর্ঘদিন ড্রেজিং না হওয়াতে হ্রদের নাব্য কমে এসেছে। ফলে সারা বছর মাছ পাওয়া যায় না।
মাছ ল্যান্ডিং সময়ের কারণে মাছের গুনগত মান নষ্ট হয়ে যাওয়ায় মাছ দাম না পাওয়ার অভিযোগ করেছে ব্যবসায়ীরা।
আর মাছ ধরা বন্ধকালীন সময়ে যে ২০ কেজি চাল দেয়া হয়, তা বাড়িয়ে ৪০ কেজি করার দাবি জানানা জেলেরা।