নুরাল পাগলা’র দরবারে হামলায় গ্রেপ্তার ১৮ : প্রেস উইং

নুরাল পাগলা’র দরবারে হামলায় গ্রেপ্তার ১৮ : প্রেস উইং
প্রকাশিত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা, সংঘর্ষ এবং কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে আছেন স্থানীয় একটি মসজিদের ইমামও।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সকলকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তবে হামলার পেছনে মূল উদ্দেশ্য ও প্রধান নেপথ্য যোগসাজশকারীর পরিচয় এখনও স্পষ্ট নয়।

মামলা সূত্রে জানা গেছে, ৫ সেপ্টেম্বর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার দরবারে একটি দল হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ সময় দরবারের ভক্তদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন নিহত ও দুই পক্ষের শতাধিক মানুষ আহত হন।

নিহতের বাবা মো. আজাদ মোল্লা ৮ সেপ্টেম্বর গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন। মামলায় মারামারি, হত্যাকাণ্ড, মাজার ভাঙচুর, সম্পদ লুট এবং কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ধ্বংসাত্মক সংঘর্ষ ও উত্তেজনা কমাতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com