আহত ট্রাফিক সহায়তাকারীর চিকিৎসার জন্য নগদ এক লক্ষ টাকা অনুদান দিলেন ডিএমপি কমিশনার

আহত ট্রাফিক সহায়তাকারীর চিকিৎসার জন্য নগদ এক লক্ষ টাকা অনুদান দিলেন ডিএমপি কমিশনার
প্রকাশিত

সাহসিকতার সাথে ছিনতাইকারীকে আটক করতে গিয়ে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত ট্রাফিক সহায়তাকারী মোঃ নাজমুল হুদাকে চিকিৎসার জন্য নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি। আজ (২৩ অক্টোবর) ডিএমপি কমিশনার চিকিৎসাধীন ট্রাফিক সহায়তাকারীর জন্য এই অর্থ প্রদান করেন।

তেজগাঁও ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাত আনুমানিক ০৮.৩০ ঘটিকার সময় মোঃ নাজমুল হুদা গণভবন ক্রসিংয়ে দায়িত্বরত ছিলেন। এ-সময় একজন পুলিশ কর্মকর্তা সাদা পোশাকে রাস্তা পারাপার হতে গিয়ে ছিনতাইকারী কর্তৃক আক্রমণের শিকার হন। ট্রাফিক সহায়তাকারী মোঃ নাজমুল হুদা ঘটনাটি প্রত্যক্ষ করলে তিনি উক্ত পুলিশ কর্মকর্তাকে বাঁচানোর জন্য এগিয়ে যান।

এই পরিস্থিতিতে সেই ছিনতাইকারী মোঃ নাজমুল হুদাকে এলোপাতাড়ি আক্রমণ করে যার ফলে ট্রাফিক সহায়তাকারী গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে নিকটবর্তী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ছিনতাইকারীর আক্রমণে নাজমুলের ঠোঁট ছিঁড়ে যায় এবং পাঁচটি দাঁত ভেঙ্গে যায়। তার ঠোঁটে ৩২ টি সেলাই প্রয়োজন হয় এবং পাঁচটি দাঁতের রুট ক্যানেলসহ ক্যাপ পরাতে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ পড়ে।

ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি আহত ট্রাফিক সহায়তাকারীর চিকিৎসার খোঁজ নেন এবং প্রয়োজনীয় ব্যয়বার বহন করার আশ্বাস দেন। এরই প্রেক্ষিতে আজ গুরুতর আহত ট্রাফিক সহায়তাকারী নাজমুলকে চিকিৎসার জন্য নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।

উল্লেখ্য, ইতোপূর্বে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আহত নাজমুলকে আরও বিশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

ছিনতাইকারীর হামলায় আহত নাজমুল ডিএমপি কমিশনারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ড. মোঃ জিললুর রহমান, যগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং ও রিসার্চ) মোঃ আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com