মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) গ্র্যান্ড কল্যাণ সভা অনুষ্ঠিত

মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) গ্র্যান্ড কল্যাণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত

মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) কাবাডি মাঠে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) গ্র্যান্ড কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত অফিসার ও ফোর্সদের নানান সুবিধা-অসুবিধা এবং বিভিন্ন বিষয়ে তাদের কথা শুনতে এ কল্যাণ সভার আয়োজন করা হয়। কল্যাণ সভায় পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ তাদের সুনির্দিষ্ট কিছু বক্তব্য ডিএমপি কমিশনারের নিকট তুলে ধরেন। কমিশনার সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন ও কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধান প্রদান করেন এবং অন্যান্য বিষয়সমূহ দ্রুত সমাধানে সকলকে আশ্বস্ত করেন। এছাড়া তিনি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, যুগ্ম-পুলিশ কমিশনার (লজিস্টিকস্) মোহাম্মদ ওসমান গনি, পিপিএম, যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) খন্দকার ফরিদুল ইসলাম; যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম এবং উপ-পুলিশ কমিশনারগণসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com