

বাংলাদেশের প্রথম নারী ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এক শোকবার্তায় জানায়, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও রাষ্ট্রনায়ক হিসেবে অবদান অবিস্মরণীয়। স্বৈরাচারবিরোধী আন্দোলন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সংসদীয় গণতন্ত্রকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠায় তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্বদানের পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায়ও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।
বিপুল জনসমর্থন ও রাজনৈতিক প্রভাবের সঙ্গে তিনি নারী নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
মৃত্যুকালে বেগম খালেদা জিয়া এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।