ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের দাবি সত্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের দাবি সত্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে বলে যে দাবি করা হয়েছে, তা সত্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যে তালিকাটি ঘুরছে, তা সঠিক নয়—শুধু একটি ছাড়া।’

পররাষ্ট্র উপদেষ্টা জানান, ফেনী নদীর পানি নিয়ে ২০২২ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি এখনো বহাল রয়েছে। আদানি বিদ্যুৎ আমদানির বিষয়টি এখনো পুনর্বিবেচনার পর্যায়ে আছে, চুক্তি হয়নি। শুধু ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই-এর সঙ্গে ট্যাগ বোট চুক্তিটিই বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য না করলেও পারতেন।’

এর আগে, গত রোববার (১৯ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছিলেন, হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি বাতিল করা হয়েছে এবং বাকিগুলো পুনর্বিবেচনাধীন রয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com