আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, ভারতে ঝুঁকি আছে: ক্রীড়া উপদেষ্টা

আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, ভারতে ঝুঁকি আছে: ক্রীড়া উপদেষ্টা
প্রকাশিত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলাটা এখনো অনিশ্চিত হয়ে আছে। নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অপারগতার কথা আগেই বিসিবি জানিয়েছে আইসিসিকে। তবে মঙ্গলবার এক সভায় আইসিসি সেই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার কথা জানিয়েছে বিসিবিকে। প্রত্যুত্তরে বাংলাদেশও তাদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়ে দিয়েছে। 

এই বিষয়ে সম্প্রতি কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, আইসিসির রিপোর্টই ভাবাতে বাধ্য করছে যে ভারতে নিরাপত্তা ঝুঁকি আছে বাংলাদেশের।

বিসিবির সঙ্গে আইসিসির একটি অনলাইন কনফারেন্স হয়েছিল গতকাল। সেখানেও কোনো সুরাহা হয়নি। গতকাল এক বিবৃতিতে বিসিবি জানায়, ‘নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকায় ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়েছে। সেই সঙ্গে বিসিবি আবারও আইসিসিকে অনুরোধ জানিয়েছে বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার জন্য।’ 

বিসিবির বিবৃতিতে বলা হয়, ‘আইসিসি জানিয়েছে যে, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। তাই ভারতে না খেলার সিদ্ধান্ত যেন বিসিবি পুনর্বিবেচনা করে। দুপক্ষই সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে পেতে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। বাংলাদেশ দলের খেলোয়াড়, অফিশিয়াল ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বিসিবি। পাশাপাশি বিষয়টির মীমাংসায় পৌঁছতে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়া হবে।’ 

এ বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা অবশ্যই বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই। কিন্তু এটা ভারতে খেলাটা সত্যিই আমাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। মোস্তাফিজ ইস্যুতে উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতি স্বীকার, ভারতে বিরাজমান বাংলাদেশবিরোধী অব্যাহত প্রচারণা, আইসিসির সিকিউরিটি ম্যানেজার ডেভিড মুশকারের রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট আমাদের ভাবতে বাধ্য করেছে যে বাংলাদেশের ক্রিকেটার, সাংবাদিক ও দর্শকেরা ভারতে নিরাপত্তা-ঝুঁকিতে থাকবেন।’

আসিফ নজরুলের বিশ্বাস, সত্যিকারের বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে আইসিসিকে গোটা বিষয়টি বিবেচনায় এনে শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ আয়োজনের পদক্ষেপ নেওয়া উচিত। সেটা না হলে বিশ্বকাপে যে খেলতে যাবে না বাংলাদেশ, সেটাও জানিয়ে দিয়েছেন আসিফ নজরুল।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য সাময়িকভাবে ক্ষতিকর হবে। কিন্তু ভারতে আমরা খেলতে গেলে তা পুরো দেশের জন্য ক্ষতিকর হতে পারে। দেশের খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে আমরা আপস করতে পারি না। একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে একজন জাতীয় দলের খেলোয়াড় থেকে শুরু করে বাংলাদেশের একজন সাধারণ দর্শকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com