হাদির সমাধিস্থল নিয়ে ছড়ানো ছবি বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত

হাদির সমাধিস্থল নিয়ে ছড়ানো ছবি বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত
প্রকাশিত

ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক শরিফ ওসমান হাদির সমাধিস্থল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার (২১ ডিসেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হাদির সমাধিস্থল নিয়ে যে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, তা সত্য নয় এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। বাস্তবে সমাধিস্থলটি যথাযথ নিরাপত্তা ব্যবস্থার আওতায় রয়েছে।

এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানায় ডিএমপি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com