জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আবারো বৈঠকে কমিশন

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আবারো বৈঠকে কমিশন
প্রকাশিত

জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে রোববার (৫ অক্টোবর) জুলাই সনদ নিয়ে গণভোটে একমত হয় সব রাজনৈতিক দল। তবে তার সময়সীমা এবং সাংবিধানিক আদেশ জারি নিয়ে মতভিন্নতা রয়েছে। জামায়াতের পক্ষে থাকলে বিএনপি আদেশের পরিবর্তে অধ্যাদেশ জারির পক্ষে। আর এনসিপি আগামী সংসদকে দেখতে চায় গণপরিষদ হিসেবে।

এদিকে, কমিশন সূত্র বুধবার সংবিধান সংশোধনে আগামী সংসদকে দ্বৈত ক্ষমতা দেয়ার প্রস্তাবনা দেয়া হবে রাজনৈতিক দলগুলোর কাছে। ঐকমত্য তৈরি হলেই হবে জুলাই সনদে স্বাক্ষর। ১৫ অক্টোবর তৃতীয়বারের মতো বৃদ্ধি করা মেয়াদের মধ্যেই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com