কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্ত স্থগিত

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্ত স্থগিত
প্রকাশিত

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হচ্ছে। আগামী রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে নতুন একটি প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।

গত ১২ অক্টোবর সরকার কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা করেছিল। তবে দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সিদ্ধান্তটি এখন স্থগিত রাখার প্রক্রিয়া চলছে।

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হওয়ার কথা ছিল।

এর আগে ২ অক্টোবর দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সকে কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়ে চিঠি পাঠানো হয়। এরপর ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা প্রজ্ঞাপন জারি করে বিমানবন্দরটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ঘোষণা দেয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com