

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি ছড়ায় না। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াবে, তারা দেশ থেকে পালিয়ে গেছে। দেশের মানুষ তাদের খুঁজে বেড়াচ্ছে। ওই দেশ থেকে নানান কথা বলে কোনো লাভ নেই।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের কারখানা ও ‘ওয়েট প্রসেস টু ড্রাই প্রসেস’ রূপান্তরকরণ প্রকল্প পরিদর্শন শেষে দোয়ারাবাজার ফেরিঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘জুলাই যোদ্ধারা বাংলাদেশের সূর্যসন্তান। জুলাই সংগ্রামের বাইরে যারা ছিল, তাদের অনেকেই পালিয়ে গেছে। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা প্রাইম ইস্যু। জুলাই অভ্যুত্থানের কারণেই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে।’
নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আদিলুর রহমান খান বলেন, ‘নির্বাচনের বিরুদ্ধে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা যারা করবে, তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা নেবে। ভোটগ্রহণ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষের জুলাই সনদের কারণে দেশকে বদলে দেয়ার জন্য গণভোটের ব্যবস্থা করা হচ্ছে। দেশবাসী গণভোটে পরিবর্তনের পক্ষে। গণভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’
এর আগে সিমেন্ট ফ্যাক্টরি পরিদর্শনকালে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের হাত ধরে নতুন বাংলাদেশ গড়তে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নতুন শিল্পকারখানা গড়ে তোলা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আর বেশিদিন নেই। দেশে নতুন নির্বাচিত সরকার গঠিত হলে নতুন রূপে শিল্পকারখানা গড়ে তোলা হবে।’
এ সময় বিসিআইসি চেয়ারম্যান মো. ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।