রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন পাকিস্তানের হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন পাকিস্তানের হাইকমিশনার
Somoy
প্রকাশিত

রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনে সৌহার্দপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণকে পাকিস্তানের নেতারা এবং জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান হাইকমিশনার।

তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অভিন্ন ইতিহাস, অভিন্ন বিশ্বাস এবং সাংস্কৃতিক বন্ধনের ওপর গভীরভাবে প্রোথিত এবং পাকিস্তান পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও জোরদার করতে আগ্রহী।

হাইকমিশনারকে স্বাগত জানিয়ে তাকে নিয়োগ পাওয়ার জন্য অভিনন্দন জানান এবং কূটনৈতিক দায়িত্ব পালনে পূর্ণ সহায়তার আশ্বাস দেন রাষ্ট্রপতি। বাংলাদেশে দায়িত্ব পালনে হাইকমিশনারের সফলতা কামনা করেন তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com