প্রধান উপদেষ্টা বিজয় দিবসের ফ্লাই পাস্ট ও প্যারাজাম্প প্রত্যক্ষ করেন

প্রধান উপদেষ্টা বিজয় দিবসের ফ্লাই পাস্ট ও প্যারাজাম্প প্রত্যক্ষ করেন
প্রকাশিত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত ফ্লাই পাস্ট, প্যারাজাম্প, অ্যারোবেটিক প্রদর্শনী ও ব্যান্ড পরিবেশনা উপভোগ করেন।

দেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমান বাহিনীর ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করেন ।

অধ্যাপক ইউনূস পৃথকভাবে আয়োজিত মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট ও অ্যারোবেটিক প্রদর্শনী প্রত্যক্ষ করেন।

তিনি সেখানে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড পরিবেশনাও উপভোগ করেন।

পরে প্রধান উপদেষ্টা ৫৪ জন প্যারাট্রুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সঙ্গে একটি ফটোসেশনেও অংশ নেন।

মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি আজ ৫৫তম বিজয় দিবস পালন করছে।

১৯৭১ সালের এই গৌরবোজ্জ্বল দিনে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি দখলদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com