আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় গুলশানের চাঁদাবাজির ঘটনায় তার নাম আসায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি। উপদেষ্টা বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
সিসিটিভির ফুটেজ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি প্রায়ই রাতের বেলা খাবার খেতে ৩০০ ফিটে বের হই। তবে সেদিন রাতে বের হয়েছিলাম কিনা তা স্মরণে নেই।’
আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন কি না—এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন , ‘নির্বাচন করার সিদ্ধান্ত এখনো নেইনি। তবে তফসিল ঘোষণা হওয়ার পর সরকার থেকে পদত্যাগ করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন করলে কোন দল থেকে করবো তা এখনো সিদ্ধান্ত নেইনি।
অন্তর্বর্তী সরকারের এক বছরের কার্যক্রমের মূল্যায়নে তিনি বলেন, ‘অভ্যুত্থানের জায়গা থেকে অনেক অর্জন রয়েছে। তবে কতটুকু জন-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে তা জনগণ মূল্যায়ন করবে।’