বিদেশীরাও বায়ান্ন’র শহীদদের শ্রদ্ধা জানালেন

বিদেশীরাও বায়ান্ন’র শহীদদের শ্রদ্ধা জানালেন
প্রকাশিত

ঢাকার বাইরে বগুড়া জেলায় কয়েকজন বিদেশি নাগরিক একটি বেসরকারি স্কুলের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রতি সম্মান দেখিয়েছে। এ ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার সকালে বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শহিদ মিনারে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন ২৫ জন বিদেশি নাগরিক। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে তারা একাত্ম হয়ে বেদীতে ফুল নিবেদন করা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন। ইতালি, নেপাল, মালয়েশিয়া ও ভারত থেকে আসা ওই ২৫ জন নাগরিক এক আলোচনা সভায়ও অংশ নেন।

ইতালির নাগরিক ও চলচ্চিত্র নির্মাতা আলবার্তো স্টারোস্টা বলেন, বাংলাদেশের মানুষদের হৃদয় অনেক বড়। ভাষার জন্য তাদের যে ত্যাগ তা এখন সারা পৃথিবীর মানুষ যথাযথভাবে উদযাপন করছেন। এবারের উদযাপনটা আমার কাছে ভিন্ন। কারণ বাংলাদেশে বসেই শহিদদের শ্রদ্ধা জানাতে পেরেছি।

মালয়েশিয়ান চলচ্চিত্রকার জুনিয়া আনিলিক বলেন, আমাদের দেশেও প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে থাকি। বাংলাদেশের বগুড়ায় এই আয়োজন দেখে আমরা মুগ্ধ হয়েছি। এদেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী। আশা করছি তারা দেশের ভাষা আরও প্রসিদ্ধ করে করবে।

ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত জানান, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আমাদের প্রতিষ্ঠানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই আয়োজন ২৫ জন বিদেশি নাগরিক উপভোগ করেছেন। ভাষার মাসে এটা নিঃসন্দেহে অনেক গর্বের বিষয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com