চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩০ নভেম্বর

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩০ নভেম্বর
প্রকাশিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর। তবে এর আগে ১ নভেম্বর প্রকাশ করা হতে পারে চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন ১৪ সেপ্টেম্বর আর চূড়ান্ত প্রজ্ঞাপন ৩০ সেপ্টেম্বর দেয়া হবে। সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ ১৫ সেপ্টেম্বর আর জিআইএস ম্যাপ প্রকাশ ৩০ সেপ্টেম্বর। জেলখানার কারাবন্দিদের কাছে ব্যালট পৌঁছাবে ভোটের ২ সপ্তাহ আগে।

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর তারাই ভোট দিতে পারবেন আগামী নির্বাচনে। প্রকাশের অপেক্ষায় থাকা নির্বাচনী রোডম্যাপেও বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে বলেও জানিয়েছে ইসি ।

ইসি সূত্র জানিয়েছে, রোডম্যাপে উল্লেখ করা হয়েছে ৩০ নভেম্বর চূড়ান্ত করা হবে আগামী নির্বাচনের ভোটার তালিকা। তবে কবে তফসিল কিংবা ভোটগ্রহণ সে বিষয়ে কিছু উল্লেখ থাকবে না রোডম্যাপে। গত কয়েকদিন ধরে রোডম্যাপ ঘোষণা নিয়ে ইসিতে চলছে ব্যাপক তোড়জোড়।

২৭ আগস্ট রোডম্যাপের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এটি ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।

এরইমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হলে তফসিল ঘোষণা করতে হবে ভোটের দুই মাস আগে। এক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে এটি ঘোষণা হতে পারে।

ইসি জানিয়েছে, সাধারণত ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার কিছুদিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হয়। যেহেতু নভেম্বরের একেবারে শেষে ভোটার তালিকা চূড়ান্ত হবে, তাই তফসিল এর কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে।

১০ আগস্ট ইসি সচিব আখতার আহমেদ জানান, আগে ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়। মারা গেছেন এমন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। হালনাগাদের পর দেশে মোট ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।

আখতার আহমেদ বলেন, এ বছর আসলে মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করছে ইসি। গত ২ মার্চ একটি তালিকা প্রকাশ করা হয়। আগামী ৩১ আগস্ট হালনাগাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এছাড়া, ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন, তাদের একটি তালিকাও প্রকাশ করা হবে। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com