ডাকসুতে ট্যাগ দেয়ার রাজনীতির ভূমিধ্বস পরাজয় হয়েছে: আসিফ নজরুল

ডাকসুতে ট্যাগ দেয়ার রাজনীতির ভূমিধ্বস পরাজয় হয়েছে: আসিফ নজরুল
প্রকাশিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ট্যাগ দেয়ার রাজনীতির ভূমিধ্বস পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি শুরুতেই ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্রশিবিরের নেতৃবৃন্দের, স্বতন্ত্র প্রার্থী থেকে বিজয়ীদের অভিনন্দন জানান। সেই সঙ্গে অংশগ্রহণকারী সকলেকে ফলাফল মেনে নেয়ায় অভিনন্দন জানা।

এরপর তিনি ফেসবুক পোস্টে বলেন, ছাত্রশিবিরের বিশাল বিজয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে এখন। আমি শুধু একটা কথা বলব, এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেয়ার রাজনীতির ভূমিধ্বস পরাজয় হয়েছে।

তিনি আরও বলেন, হাসিনার আমলে শিবির ট্যাগ নিয়ে অগনিত শিবির কর্মী ও সাধারণ ছাত্রদের প্রতি অমানুষিক নির্যাতন হয়েছে। শিবির সন্দেহে পেটানোর পর পুলিশে সোপর্দের ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক। আমি অবিরামভাবে এর তীব্র প্রতিবাদ করেছি। নানা হুমকি ও আক্রমন এসেছে, কখনো থামিনি।

২০২৪ সালের ফেব্রুয়ারীতে এ থিমের ওপর ‘আমি আবু বকর নামে’ উপন্যাসও লিখেছেন জানিয়ে অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, এক বইমেলাতেই এটি ১১ বার মুদ্রণ করতে হয়েছিল। তখন এর কারণ বুঝিনি, এখন বুঝতে পারছি। শিবিরের নেতাদের প্রতি আমার অনুরোধ, গণঅভ্যূত্থানকারী সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করুন।’

তিনি বলেন, সলিমুল্লাহ হলে জুমার নামাজ পড়তে যাওয়ার সময়ে হলের ভেতর দিয়ে যেতাম। বারান্দায় চৌকি, মশারি আর ভাঙ্গা টেবিল চেয়ার দেখে বস্তির মতো লাগতো, ক্যান্টিন দেখে মনে হতো, লঙ্গরখানা। আর রুমগুলোর ভেতর তো উঁকি দিতেই ইচ্ছে হতো না। কতকিছু নেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কত সমস্যা এখানে। আশা করি, ফ্যাসিষ্টমুক্ত এ বাংলাদেশে ঢাবির অন্তত আবাসিক শিক্ষাথীদের কিছু গুরুতর সমস্যা আপনারা দূর করে যাবেন। দোয়া।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com