

ছবিঃ মেট্টো টিভি
বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে কর্মরত কর্মকর্তাদের জন্য ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান আজ বুধবার (১৬ এপ্রিল, ২০২৫) একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, “নতুন জ্ঞান অর্জনের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এবং মেধা ও শ্রম দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে হবে।” তিনি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য আইকিউএসি-কে ধন্যবাদ জানান। কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।