তরুণরাই ডিজিটাল রূপান্তরের প্রধান চালিকাশক্তি: ফয়েজ আহমদ তৈয়্যব

তরুণরাই ডিজিটাল রূপান্তরের প্রধান চালিকাশক্তি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রকাশিত

দেশের তরুণ সমাজকে ডিজিটাল রূপান্তরের প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেছেন, দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশই তরুণ—যারা ডিজিটাল রূপান্তরের প্রধান চালিকাশক্তি। এ জনসম্পদকে দক্ষ ও উৎপাদনশীল করে গড়ে তুলতে সরকার আইসিটি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এলথ্রিএডি ডটনেট ডিজিটাল ইনোভেশন সামিট ২০২৫-এ বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্ভাবনা ও বিনিয়োগ পরিবেশ বিষয়ে প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্বে ১০টি ইনোভেশন হাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভাষা মডেল শক্তিশালী করতে বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ডিজিটাইজ করার প্রকল্প শুরু হয়েছে।

তিনি চলমান উদ্যোগগুলোর মধ্যে আইসিটি অবকাঠামো উন্নয়ন, স্টার্টআপ বিনিয়োগ, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং ও ব্লকচেইন সংক্রান্ত আসন্ন জাতীয় নীতিমালা নিয়ে আলোচনা করেন।

ফয়েজ আহমদ তৈয়্যব তার বক্তব্যে প্রযুক্তি খাতের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান, গবেষক ও উদ্যোক্তাদের আগামী জাতীয় নীতিমালা প্রণয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, একটি স্মার্ট, অন্তর্ভুক্তিমূলক এবং উদ্ভাবনী বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে বিআইএমআরএডির মহাপরিচালক কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ, ব্লুপাই সল্যুশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার উজ্জামান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাদুর রহমান, লগিং-ইন ডটকমের প্রোগ্রাম ম্যানেজার ফারহাদ কবির, থ্রাইভিং স্কিটিশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com