গ্রেফতার হওয়া শাহরিয়ার কবিরের মুক্তির জন্য আওয়াজ তুললেন পাকিস্তানের মানবাধিকার কর্মী তাহিরা আবদুল্লা। এদিকে তুরস্কের নাট্যকর্মী কবি ও মানবাধিকার আন্দোলনকারী তারিখ গুনেরসেল তার মুক্তি দাবি করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তাহিরা লিখেছেন, শাহরিয়ার কবিরকে যে মামলায় জড়ানো হয়েছে, তা ভয়কংর এবং উদ্বেগজনক। অবশ্যই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। আশা করব, তার খুব ভালো আইনজ্ঞ রয়েছেন এবং বাংলাদেশে পুলিশি হেফাজতে রাষ্ট্রীয় সুরক্ষায় তাকে গণপ্রহারে মেরে ফেলার আশঙ্কা নেই। আইনের প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি চলবে বলে আশা করা যায়। শাহরিয়ার কবির এবং আরও যে সব রাজনৈতিক কর্মী এবং সাংবাদিক গ্রেফতার হয়েছেন, আশা করি তারা সুষ্ঠু বিচারব্যবস্থার সুযোগ পাবেন।
পাশাপাশি তুরস্কের নাট্যকর্মী কবি ও মানবাধিকার আন্দোলনকারী তারিখ গুনেরসেল বলেছেন, আমাদের পরম ঘনিষ্ঠ জন শাহরিয়ার কবির ৭ দিনের জন্য পুলিশি হাজতে আটক হয়েছেন। তাকে গণপ্রহার করার ইন্ধন জোগানোও চলছে। আমি কিছু মানবাধিকার সংগঠনের সঙ্গে যোগাযোগ করছি। আশা করি শুভবুদ্ধির উদয় হবে।