আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা দিলো ইসি

আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা দিলো ইসি
প্রকাশিত

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

দেশের পর্যবেক্ষক এবং দেশের গণমাধ্যমের জন্য আলাদা দুটি নীতিমালার সঙ্গে বুধবার (২৩ জুলাই) বিদেশি পর্যবেক্ষকদেরও নীতিমালা জারি করা হয়।

নীতিমালা অনুযায়ী, বিদেশিরা আবেদনপত্র পূরণ করে ই-মেইল বা ফ্যাক্স করে পাঠাতে পারবেন। আবেদন করতে পারবেন বাংলাদেশে অবস্থিত তাদের দূতাবাসের মাধ্যমেও। কমিশন বিজ্ঞপ্তি দেয়ার ৩০ দিনের মধ্যে আবেদন দিতে হবে।

কমিশন কাউকে যোগ্য মনে করলে জননিরাপত্তা বিভাগকে যাচাই-বাছাই করতে বলবে। এরপর বাছাই করে আবেদনকারীদের তালিকা কমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে ভিসা দেয়ার জন্য। মন্ত্রণালয় কমিশনকে যথাযথ কারণের ব্যাখ্যা না দিয়ে কারো ভিসা প্রত্যাখান করতে পারবে না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি।

এর আগে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বলেন, নতুন নীতিমালা জারি হওয়ায় ২০২৩ সালের নীতিমালাটি বাতিল করা হয়েছে। বিদেশি পর্যবেক্ষকদের জন্য ৩০ দিনের সময় দিয়ে আবেদন আহ্বান করবে ইসি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com