ভোটার তালিকায় এখনও তারেক রহমানের নাম নেই: ইসি সচিব

ভোটার তালিকায় এখনও তারেক রহমানের নাম নেই: ইসি সচিব
প্রকাশিত

ভোটার তালিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম এখনও অন্তর্ভুক্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

তারেক রহমান ভোটার হয়েছেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এটা আমার জানা মতে ‘না’।

এরপর জানতে চাওয়া হয়, তারেক রহমান নির্বাচন করতে পারবেন কিনা। উত্তরে সচিব বলেন, পারতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।

কমিশন কীসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে, এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, আইনে আছে।

সুনির্দিষ্ট আইন জানতে চাইলে তিনি বলেন, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, আমার মুখস্ত নেই।

অপরদিকে, প্রবাসীদের ভোটার রেজিষ্ট্রেশন সময়সীমা আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সংশোধন নিয়ে আখতার আহমেদ বলেন, জাতীয় পরিচয়পত্রে নাম, বাবা, মায়ের নাম, পেশা, ঠিকানা, ছবি ৭ টি বিষয় আপাতত সংশোধন করা যাবে না।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com