রাজধানীতে ইলেকট্রনিক বাস চালুর বিষয়ে নভেম্বরে বৈঠক: রিজওয়ানা

রাজধানীতে ইলেকট্রনিক বাস চালুর বিষয়ে নভেম্বরে বৈঠক: রিজওয়ানা
প্রকাশিত

রাজধানীতে ইলেকট্রনিক বাস চালুর বিষয়ে নভেম্বর মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতর আয়োজিত ‘ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন’ কর্মশালায় এই কথা জানান তিনি।

বায়ু দূষণ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে উল্লেখখ করে রিজওয়ানা বলেন, ‘রাস্তায় নতুন বাস দেখা যাচ্ছে না। পুরোনো সব বাস থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। তবে অভিযানের ফলে কালো ধোঁয়া নির্গমনকারী বাসের সংখ্যা কমছে। নগরবাসীকে বাঁচাতে দূষণ বন্ধে তো পাঁচ বছর আগেই কাজ শুরুর দরকার ছিল।’

দ্রুততার সঙ্গে ইলেকট্রনিক বাস এনে দূষণ কমাতে সরকার কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘নতুন করে ইলেকট্রনিক বাস আনার জন্য স্ট্রাকচার সেটাপ, বাজেট নিয়ে আলোচনা, পড়াশোনা করতে হবে। এসব করতেই সরকারের এক থেকে দেড় বছর লেগে যাবে। এরপরও সরকার এ নিয়ে উদ্যোগ নিয়েছে। বিষয়টি নিয়ে দ্রুততার সঙ্গে আগানো সম্ভভব হবে।’

জনঘনত্ব সমাধানে বাধা তৈরি হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বর্জ্য সংক্রান্ত রাজনীতির কারণে ওয়েস্ট ম্যানেজমেন্ট ডেভলপমেন্ট প্রকল্প বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্ট করা জরুরি।’

আবর্জনা আর আবাসনের ব্যানার দেশের সব জমি দখল করে ফেলছে উল্লেখ করে রিজওয়ানা বলেন, ‘বর্জ্য ব্যাবস্থাপনায় আমরা পৃথিবীর অনেক দেশ থেকে পিছিয়ে।’

মেগা প্রকল্পে মনোযোগ কমিয়ে পরিবেশ রক্ষায় ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপমেন্টে মনোযোগী হওয়ার কথা জানালেন উপদেষ্টা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com