হুমকিতে আন্তর্জাতিক এসএমএসের নিরাপত্তা, রাজস্ব হারাচ্ছে সরকার

হুমকিতে আন্তর্জাতিক এসএমএসের নিরাপত্তা, রাজস্ব হারাচ্ছে সরকার
প্রকাশিত

দেশের গ্রাহকদের ৯০ শতাংশ আন্তর্জাতিক এসএমএস অবৈধ পথে আসছে। এতে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। তবে এর চেয়ে এসএমএস’র গোপনীয়তা রক্ষার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু অবৈধ চ্যানেলে দিয়ে আসা এসব এসএমএসের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। অপারেটরা এই ওটিপিগুলো পড়তে পারছে। এতে গোপনীয়তা বিঘ্নিত হচ্ছে।

ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে পাঠানো ওয়ান টাইম পাসওয়ার্ড বা (ওটিপি) গোপনীয়তা পড়ে নেয়ার মতো ঘটনা ঘটছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব।

তিনি বলেন, এসএমএসের মাধ্যমে গ্রাহকদের পাসওয়ার্ড, ওটিপি, কোড এসে থাকে। বৈধ চ্যানেলে এসএমএসগুলোকে না আনা গেলে ব্যক্তির নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে।

এদিকে, বর্তমানে মোবাইল অপারেটররা আন্তর্জাতিক এসএমএস আদান-প্রদান করছে। তবে বিটিআরসি প্রস্তাবিত নতুন লাইসেন্সিং ব্যাবস্থায় এই খাতের জন্য আলাদা করে লাইসেন্স নেয়া বাধ্যতামূলক করা হচ্ছে। ফলে প্রতিটি আন্তর্জাতিক এসএমএসের নিরাপত্তা এবং শতভাগ রাজস্ব আদায় নিশ্চিত করা যাবে বলে মনে করছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

এ বিষয়ে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, সরকার এই খাত থেকে ব্যাপক পরিমাণ রাজস্ব হারাচ্ছে। আন্তর্জাতিক স্তরে লাইসেন্স নিয়ে এসএমএস পরিচালনা করতে হবে। তবে ভবিষ্যতে কোড আর এসএমএসের মাধ্যমে আসবে না। কোড মোবাইল অ্যাপের অথিন্টিকেটরের মাধ্যমে আসবে।

তিনি আরও বলেন, ভয়েসকলের মতো কোডভিত্তিক এসএমএসের ব্যবহার কমে যাবে। কিন্তু এটির ব্যবহার যখন ছিল তখন বিটিআরসির না পাওয়ার বিষয়টি আমার মূল চিন্তা।

আন্তর্জাতিক দূরপাল্লার টেলিযোগাযোগ সেবা আইএলডিটিএস পলিসির আওতায়, আগামী ২০২৭ সাল পর্যন্ত আন্তর্জাতিক ভয়েস কলের পাশাপাশি এসএমএস সার্ভিস পরিচালনার জন্য আন্তর্জাতিক গেটওয়ে অপারেটরদের (আইজিডব্লিউ) সুযোগ রয়েছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা।

আইজিডব্লিউ অপারেটরস ফোরামের (আইওএফ) সভাপতি আসিফ সিরাজ বলেছেন, বর্তমানে অবৈধ চ্যানেলের মাধ্যমে এসএমএস আদান-প্রদান চলছে। এখন আন্তর্জাতিক চ্যানেলের অনুমোদন দিলেই আমরা সেবা শুরু করে দিতে পারব। কারণ নীতিতে বলা আছে এসএমএস আন্তর্জাতিক সেবার অংশ। সেবাটি চালু হলে প্রতিমাসে সরকার আটগুন বেশি রাজস্ব পাবে। বর্তমানে প্রতিমাসের দুই থেকে আড়াই লাখ ডলার প্রবাসী আয় নষ্ট হচ্ছে।

বৈধপথে আন্তর্জাতিক শর্ট ম্যাসেজ আদান-প্রদান হলে প্রতিমাসে সরকারের দুইশো কোটি রাজস্ব বৃদ্ধি পাবে বলে মনে করেন প্রযুক্তিবিদরা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com