আগস্টে মালয়েশিয়া সফরে যাবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী আগস্টে সরকারি সফরে মালয়েশিয়া যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওআইসি সম্মেলনসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

আসিয়ানের সদস্যরাষ্ট্র হওয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আসিয়ানের সদস্যরাষ্ট্র হতে বাংলাদেশ এখনও অনেক দূরে রয়েছে। তবে বাংলাদেশ চায় আসিয়ানের সদস্য হতে।

গত ১৯ জুন চীনের কুনমিংয়ে ‘নবম চায়না-সাউথ এশিয়ান এক্সপজিশন অ্যান্ড দ্য সিক্সথ চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন’ শীর্ষক বৈঠকের সাইডলাইনে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের একটি ত্রিপক্ষীয় বৈঠক হয়।

এ বিষয়ে তিনি বলেন, চীন-বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অন্য কোনো পক্ষকে কোণঠাসা করতে নয়।

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। এ বিষয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলো একমত।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com