ফ্যাসিবাদী প্রবণতা ফিরে আসা ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান গণপূর্ত উপদেষ্টার

ফ্যাসিবাদী প্রবণতা ফিরে আসা ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান গণপূর্ত উপদেষ্টার
প্রকাশিত

ফ্যাসিবাদ পরাজিত হলেও তার প্রবণতা বারবার ফিরে আসে। তাই ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (২৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের অডিটোরিয়ামে 'গুম: ফ্যাসিবাদী শাসনের নিকৃষ্ট হাতিয়ার' শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের বিলুপ্তির এক নতুন সূচনা করেছে। গত ১৭ বছর ধরে যে দমন-নিপীড়নের পথে দেশ এগিয়েছিল, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে।

অনুষ্ঠানে ফ্যাসিবাদ আমলে গুমের শিকার ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের লেখা ‘আয়নাঘরের সাক্ষী: গুম জীবনের ৮ বছর’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com