পৌনে ২ কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার: সচিব মাহবুব

পৌনে ২ কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার: সচিব মাহবুব
প্রকাশিত

দেশের ১৮ থেকে ৩৫ বছরের এক কোটি ৭৫ লাখ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম।

সোমবার (১১ আগস্ট) যুব দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

যুব ও ক্রীড়া সচিব জানান, মঙ্গলবার (১২ আগস্ট) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদ্‌যাপন করা হবে। এ বছরের প্রতিপাদ্য ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’। আলোচনা, র‌্যালি, চেক বিতরণ, রক্তদান কর্মসূচি ও পুরস্কার বিতরণের মাধ্যমে এই দিবস পালন করা হবে।

মাহবুব উল আলম বলেন, দেশে ১৮ থেকে ৩৫ বছরের এক কোটি ৭৫ লাগ যুবক আছে। তাদেরসহ জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। এছাড়া ৪ হাজার ৯৮৫ জনকে ৪৭ কোটি টাকা যুব ঋণ দেয়া হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com