প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের লাঞ্ছিতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের দুঃখ প্রকাশ

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের লাঞ্ছিতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের দুঃখ প্রকাশ
প্রকাশিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ একাধিক রাজনৈতিক দলের নেতাদের হেনস্তার ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে বিবৃতিটি পাঠানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির নেতা আখতার হোসেন ও তাসনিম জারা হামলার শিকার হন। এই হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। এ ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীর দুঃখের প্রকাশ করছে।

এতে আরও বলা হয়, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও সমর্থকেরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনা শেখ হাসিনার শাসনামলে সহিংস রাজনৈতিক সংস্কৃতির কথা স্মরণ করিয়ে দেয়। সহিংস রাজনীতির এই সংস্কৃতি নির্মূলে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গী নিরাপত্তার প্রসঙ্গে বলা হয়, রাজনৈতিক নেতাদের সফরকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল। দেশটির বিমানবন্দরে পৌঁছানোর পর প্রতিনিধি দলকে প্রথমে ভিভিআইপি গেট দিয়ে প্রবেশ করানো হয় এবং একটি গাড়িতে তোলা হয়। তবে শেষ মুহূর্তে অপ্রত্যাশিতভাবে ভিসা-সংক্রান্ত জটিলতায় কারণে প্রতিনিধি দলকে বিকল্প পথে বের হতে হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি উল্লেখ করে এতে বলা হয়, রাজনৈতিক নেতাদের ভিভিআইপি প্রবেশাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। এর ফলে প্রতিনিধি দলের সদস্যরা ঝুঁকির মুখে পড়েন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, হেনস্তার ঘটনার পর নিউইয়র্কে বাংলাদেশ মিশনের মাধ্যমে পুলিশের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হয়। এরইমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি এ ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে জানিয়ে বলা হয়, প্রধান উপদেষ্টা ও প্রতিনিধিদলের সকল সদস্যের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে সাথে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

শেষে বলা হয়, দেশে এবং দেশের বাহিরে গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। রাজনৈতিক সহিংসতা ও ভয়-ভীতি প্রদর্শনের চেষ্টা সহ্য করা হবে না। আইনি ও কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে এর জবাব দেয়া হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com